দৈনিক এটিএম নিউজ
কালুরঘাট সেতুর রিলিং ভেঙ্গে পড়ে আছে অনেকদিন কিন্তু দেখার যেন কেউ নেই: অপেক্ষা বড় দুর্ঘটনার!
কালুরঘাট সেতুর রিলিং ভেঙ্গে পড়ে আছে অনেকদিন ধরে, ভেঙ্গে গেছে বেষ্টনির অধিকাংশ কাঠ। যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে এতে কোন সন্দেহ নেই। এইতো কিছুদিন আগে (১৩-২৩ জুলাই) ১০ দিন সেতু বন্ধ রেখে হাজার হাজার টাকার সংস্কার কাজ করা হয়েছিলো এই সেতুতে কিন্তু হাজার হাজার টাকার সংস্কারের পরও সেতুর দুর্ভোগের চিত্র যেন কতৃপক্ষের চোখেই পড়ছেনা।
তাহলে কি বড় কোন দুর্ঘটনা ছাড়া বোয়ালখালী তথা দক্ষিণ চট্টগ্রামের দীর্ঘদিনের দাবিকৃত একটি নতুন সেতু হবেনা? এভাবে আর কত বছর প্রতিশ্রুতিতে কেটে যাবে? যেখানে নিজস্ব অর্থায়নে হাজার কোটি টাকায় পদ্মা সেতু তৈরী হচ্ছে সেখানে ১২ শ কোটি টাকার একটি সেতুর জন্য আর কত বছর অপেক্ষা করতে হবে আমাদের! এই প্রশ্নের উত্তর আছে কি কারো কাছে?
সংগৃহীত
Leave a Reply