করোনা রোগীদের বিনা পয়সায় অক্সিজেন দিচ্ছে চট্টগ্রামের সাবেক মেয়র মনজুর আলম।
করোনা আক্রান্ত অথবা অক্সিজেন স্বল্পতায় ফলে শ্বাস নিতে কষ্ট হয় এমন যে কেউ অক্সিজেন সিলিন্ডার নিতে শুধু পরিচয়পত্র লাগবে। ব্যবহার করার পর ৪ দিনের মধ্যে সিলিন্ডার ফেরত দিতে হবে। একবার নয় রোগীর প্রয়োজন হলে বারবার অক্সিজেন সিলিন্ডার নিতে পারবেন। আলহাজ্ব মোস্তফা-হাকিম ফাউন্ডেশন এমন মানবিক আয়োজন করেছে। যাহা সত্যি প্রশংসার দাবি রাখে।
জরুরি মুহূর্তে আপনার প্রয়োজনে আপনার নিকটস্থ যেসকল স্থান হতে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন তাহা নিম্নে উল্লেখ করা হলো:
১. ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন কার্যালয়, আলহাজ্ব মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর-০১৭২০৮১৮৫০৯,,
২. ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড, মনছুরাবাদ আলহাজ্ব মোস্তফা-হাকিম দাতব্য চিকিৎসালয়ে আবদুর রাজ্জাক দুলাল- ০১৮৪২৫৫২৫৯০,,
৩. ২৩ নম্বর উত্তর পাঠানটুলি ওয়ার্ড নানা টাওয়ার (ডবলমুরিং থানার উত্তর পাশের গলি) ফরিদ আহমদ মুরাদ-০১৮৪২৩৮২১৯১,,
৪. ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড সাবেক কাউন্সিলর হাজী বাবুল হক সাহেবর বাড়ি, পানির কল তালতলা জাহিদুল হক শিবলু- ০১৯৭৯৩৯১৩৩৩,,
৫. ২৫ নম্বর পশ্চিম রামপুর ওয়ার্ড সবুজবাগ হাজী শফিউল বশর সাহেবর চৌধুরী বাড়ি। দেলোয়ার হোসেন- ০১৯৭৯৩৯১৩৩৩),,
৬. ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড আবুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (বড়পুল, হালিশহর রোড)। সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন- ০১৭১১১৪৫১৬২),,
৭. ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড নতুন মনছুরাবাদ আলহাজ্ব মোস্তফা হাকিম কেজি এন্ড হাই স্কুল। নুরুল আলম ভুট্রো- ০১৮১৮১৯৩৭০৪),,
৮. শোলকবহর ওয়ার্ড সেকান্দর মিয়ার বিল্ডিং (ফরেস্ট গেইটের বিপরীতে। নুরুল আজিম- ০১৮১৩২৫৪২১৭,,
৯. ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু সাহেবের বাডড়ি (বালুছড়া)। জুবায়ের আরেফিন- ০১৮১৯৫৪৫৭৩৭),,
১০. ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড ছিদ্দিক আহম্মদ’র বাড়ি, ২১৭ তুলা পুকুর লেইন। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিদ্দিক আহম্মদ- ০১৭১৫২৯৯৬৮১),,
১১. ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড রাজভিলা, ৬নম্বর নজুমিয়া লেইন। আরিফ আহমেদ- ০১৭১৩১০৬০৭০। জনস্বার্থে হোসাইন,,
শেয়ার দিয়ে অন্যজনের উপকার করুন,,
Leave a Reply