করোনার সংক্রমণের প্রভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা দেয়া আছে
—
বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের আসতে বলে কোনো ধরণের নির্দেশনা দেয়া হয় নাই।
—
এ বিসয়ে অভিযোগ আসছে, তাই আবারো বলা হচ্ছে যে, বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের আসতে কোনো নির্দেশনা দেয়া হয় নাই।
::
তবে, জরুরি প্রয়োজনে, শুধুমাত্র দাপ্তরিক বা একাডেমিক অথবা বার্ষিক পরীক্ষা বাদে অন্য পরীক্ষাগুলো অনলাইনে চলমান রাখতে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানে খুলে স্বাস্থ্যবিধি অনুযায়ী শিক্ষকরা আসতে পারবেন। মাস্ক ছাড়া কোনো শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারবেন না।
—–
কোনো ভাবেই ছাত্র-ছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারবে না। তাদের বাড়িতে থেকে লেখাপড়া চলমান রাখার নির্দেশনা দেয়া আছে।
—
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন
Leave a Reply