৷৷৷৷৷৷৷৷৷ “অনাবিল সৌন্দর্য “৷৷৷৷৷
কে তুমি জানিনা
দেখে উপলব্ধি করলাম,
তুমিতো তুমিই
তুলনায় অতুলনীয়।
যতই দেখি মুগ্ধ হয়ে তাকায়
মিষ্টি রোদ তোমাকে উজ্জ্বলতায়
ভরিয়ে তোলে গভীর মমতায়।
সে দিন সূর্যাস্তের সময়
যখন দাঁড়িয়েছিলে বালুচরে
বাতাসে উড়ছিল তোমার কালো কেশ
যা ছিল সুন্দরের এক অদ্ভুত আবেশ।
সূর্যের লাল আভাটুকু তোমাকে যেন
আরো লালে রঞ্জিত
রক্তগোলাপি করে তুল্লো।
গোধূলি বেলা আরো চমকিত হলাম
বালুচরে তোমার চরণ দোলা দেখে
জোছনার আলো যখন উঁকি দিল
মনে হলো সমস্ত স্নিগ্ধতা তোমার মাঝে
কী অপরুপ স্নেহের বন্ধন
তোমার আর চাঁদের মধ্যে
সমুদ্রের ঢেউ যেন খুব উৎফুল্ল
তীরের বাতাসে তোমার শাড়ির আঁচল
উড়তে থাকে মাতাল হয়ে
সব মিলে কী যে অনাবিল সৌন্দর্য
যা শুধু আমিই দেখেছি।
অন্য কেউ নয়।।
Leave a Reply