৷৷৷৷৷৷৷৷ “ঘরের মা”৷৷৷৷৷৷৷৷৷৷
মন্দিরে তোরা মাকে খুঁজিস
ঘরের মাকে চিনলি না
নিজের মাকে ভক্তি করলে
খুশী হয় যে সেই কালি মা।
আমি বৃদ্ধাশ্রমকে মন্দির বলি
যেথায় থাকে অনেক মা- বাবা
ভাবেনিতো কখনো তাঁরা
থাকতে হবে সন্তান ছাড়া।
শেষ বয়সে এসে কেন
হলো তারা সর্বহারা।
দশমাস দশদিন গর্বে রেখে
যে মা দিল জন্ম
সেই মাকে কষ্ট দিলে
হবে নারে সৎ কর্ম
সন্তান খেতে না পারলে
মায়ের, লাগে না যে ক্ষুধা
মায়ের ভালোবাসায় আছে
স্বর্গের সুধা
সেই মাকে কেমন করে
একলা রেখে আছিস?
তোরাও একদিন বৃদ্ধ হবি
সে কথা কী জানিস?
যেমন কর্ম তেমন ফল পাবি
মনে তোরা রাখিস।
কষ্ট দিসনা মা বাবাকে
দিসনা যন্ত্রণা।।
Leave a Reply