৷৷৷৷৷৷৷ “আমার বোন”৷৷৷৷৷৷৷৷
বোন তুই ভালো থাকিস
ভালোটুকু নিয়ে
ভাইকে তুই বাচিয়ে রেখেছিস
ভাইফোঁটা দিয়ে।
আমার আশীষ রইবে তোর সাথে
স্নেহ মমতা পাবি সারাজীবন ভরে
রাগ করিস না কখনো তুই
আমার কথাতে
রক্তের বন্ধন ছিন্ন হয় না
যে যা বলুক লোকে।
জীবনটাকে সাজিয়ে নে
নিজের মতো করে
পরিবারের সন্মান রাখিস
অভিমান না করে।
ভাইয়ের সন্মান বৃদ্ধি পাই
বোনের আচরনে
সামাজিকতা রক্ষা করিস
বিবেক বুদ্ধি দিয়ে।
মেয়ে যখন হয়েছিস
যাবি পরের ঘরে
অবাধ্য হলে জানিস
দুঃখে জীবন যাবে।
মা বাবার চিন্তা বাড়ে
মেয়ের বিয়ে না হলে
মরেও শান্তি পাই না
পাত্রস্ত করতে না পারলে।
সুখে জীবন কাটাবি তুই
এ কামনা করি
ভাইফোঁটাতে আজ আমি
এ আশীর্বাদ করি।। রঞ্জন রায় চৌধুরী
Leave a Reply