৷৷৷৷৷৷৷৷ “সন্তান হারা মা”৷৷৷৷৷৷৷
সন্তান তুই চলে গেলি
আমায় ফাঁকি দিয়ে
কেমন করে ঘুমিয়ে রইলি
আমায় একা রেখে
তোকে নিয়ে স্বপ্ন ছিল
অনেক বড় হবি
অসময়ে চলে গিয়ে
করলি চিরদুখিনী।
দশমাস দশদিন পেটে রেখে
দিয়েছি জন্ম তোকে
সব দুঃখ কষ্ট ভুলেছি আমি
তোর বদন খানি দেখে
একটু একটু বড় করেছি
কতো যন্ত্রণা সয়ে
কেমন করে চলে গেলি
কঠিন যন্ত্রণা দিয়ে।
সারাজীবন কাঁদবো আমি
তোকে ভেবে ভেবে
মা বলে ডেকে নে
পরকালের কোলে।
শান্তি পাবনা আমি
যতো দিন থাকি
সদা অপেক্ষা করি
মরনের দিন কতো বাকি।।
Leave a Reply