৷৷৷৷৷৷৷৷৷৷৷ “তোমার জন্য”৷৷৷৷৷৷৷৷৷৷৷৷
কী চেয়েছি আর কী যে পেলাম
বেদনার বালুচরে আমার এ জীবন।
ভুলে গিয়ে সবকিছু মেনেও নিলাম
জানিনা তবুও কেনো শত্রু হলাম।
তোমার চাওয়া শুধু তোমার জন্যে
আমার দেওয়া ছিল সকলের জন্যে
তাতে যদি আমি অপরাধী হলাম
বলো তবে তোমার কাছে কী পেলাম?
জন্ম যখন হয়েছে মৃত্যু হবে জানি
তোমার মনের মতো আর হবো না আমি
মেনেয় নিলাম আমি সব অপমান
মহাযাত্রায় সবকিছু হবে অবসান
কতো আশা ছিল তোমাকে নিয়ে
সবকিছু শেষ হলো তোমার আচরণে
এখন ভাবি আমি মরনের দিন
সেথায় শান্তি পাবে আমার এ জীবন।
Leave a Reply