৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ “আর কতোদিন?”৷৷৷৷৷৷৷৷৷৷৷
আর কতোদিন এভাবে যাবে?
মিলাতে পারি না কোনো কিছুতে।
যা করি তা যদি বৃথা হয়ে যায়
থাকবেনা বসবাসের কোনো উপায়।
জীবনটা বাঁচাতে কতো সংগ্রাম
জানিনা কী হবে এর পরিনাম।
কতো স্বপ্ন দেখি আমি চলার পথে
হঠাৎ মনে হয় সবি, সরে যায় দূরে।
চারিদিকে অন্ধকার ঘিরে ধরে
অজানা ভয়টুকু হাহাকার করে।
ভাবি শুধু বসে বসে কী হবে এবার
নির্ঘুম রাত কাটে বিষাদে আমার।
ছিলো যা আমার সবি দিলাম পুঁজি
শূন্যহাতে আমি এদিক ওদিক ঘুরি।
বসে বসে অনেকের শুনি আশার বাণী
দিন যায় রাত আসে কী হবে ন জানি।
তবুও ছুটে যায় বিশ্বাসের আশায়
মাঝে মাঝে ডুবে যায় গভীর হতাশায়।
দয়া করো হে প্রভু এ অধমেরে
ধৈর্য্য দাও তুমি সবি সহিবারে।
যাকে আমি বেঁধেছি হৃদয়ের বন্ধনে
সে যেনো না হাসে আমার ক্রন্দনে।
বন্ধ ভেবেছো যারে, তারে শত্রু ভেবোনা
অন্যের কথায় কখনো বিশ্বাস ভেঙো না।
বিপদ আসলে তবে স্থিরচিত্ত হও
বিবেক বুদ্ধি দিয়ে ভালো মন্দ বুঝে নাও।।
Leave a Reply