– প্রিন্স এ ওয়াকী
মনের আগুনটা আবহমান জ্বলছেই!
প্রতিবাদের ভাষাটা বারংবার শাশ্বত!
প্রেমের কবিতাটা নবধারায় চলমান!
অধিকার আন্দোলন যুগের বাস্তবতা!
সভ্যতায় আছে ক্রমঃবিকাশ ক্রমান্বয়ে।
প্রতিবাদের বাড়বাড়ন্ত প্রায়শই অথর্ব।
কবিতার ছন্দপতন হৃদয়ের বিড়ম্বনা।
অধিকার আন্দোলন প্রতিদিন প্রস্তাবিত।
জীবনের বাঁকে বাঁকে অনেক ঝক্কি ঝামেলা?
হিসাব নিকাশেও অনেক ভুলের খেসারত?
পাণ্ডুলিপি ঘুণে কাঁটে অনিশ্চিত সময় ধরে?
বেঁচে থাকার অনেক অর্থই অনৈতিক মুনাফা?
তবু্ও বেঁচে থাকার লড়াই সকাল সন্ধ্যা প্রত্যাশায়।
অনেক আবেদন এগিয়ে যায় বেশ নিশ্চুপে নির্দ্বিধায়।
কবিতা আর কবিতার বুনন চলে নিপাট তীব্রতায়।
আন্দোলনের ভাষা আদি অকৃত্রিম কালের খেয়ায়।
১৩২৯
১৯ জুন ২০২০
একাকী নির্জনে।
Leave a Reply