সংকট নিরসন, চট্টগ্রাম থেকে ৫ পত্রিকার প্রকাশনা ফের শুরু
দৈনিক এটিএম নিউজ চট্টগ্রাম!
দৈনিক আজাদী সম্পাদকের বাসা ঘেরাওয়ের জেরে ১২ দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের পাঁচটি পত্রিকার প্রকাশনা আবারও শুরু হয়েছে। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ওই কর্মসূচি পালনের পর পত্রিকাগুলোর প্রকাশনা বন্ধ হয়ে গিয়েছিল। এরপর আজাদীতে কর্মরত সাংবাদিকরা সিইউজে থেকে তাদের সদস্যপদ প্রত্যাহার করে নিলে পত্রিকা প্রকাশে রাজি হন সম্পাদক।
আজাদীতে প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজাদী সম্পাদক এম এ মালেকের বাসভবনে গিয়ে সৃষ্ট পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করেন এবং পত্রিকার প্রকাশনা আবারও চালুর অনুরোধ করেন। তবে বিএফইউজের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনার মধ্য দিয়ে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।
সম্পাদকের বাড়ি ঘেরাও কর্মসূচি, আকস্মিকভাবে পাঁচটি পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে যাওয়া, পত্রিকা চালুর দাবিতে সিইউজে এবং আজাদীতে কর্মরতদের পাল্টাপাল্টি কর্মসূচি পত্রিকা বন্ধে মালিকদের অনড় অবস্থান নিয়ে গত ১৫ দিন ধরে নানামুখী আলোচনা ছিল চট্টগ্রামে। স্মরণকালের মধ্যে পত্রিকাগুলোর প্রকাশনা নিয়ে এমন টানাপড়েন আর দেখা যায়নি বলেও মত আসে বিভিন্ন মহল থেকে। পত্রিকা চালুর অনুরোধ নিয়ে আজাদী সম্পাদক এম এ মালেকের বাসভবনে যান চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।
পূর্ণাঙ্গ ঈদ বোনাসের দাবিতে গত ২৯ জুলাই চট্টগ্রাম নগরীর ঘাটফরহাদবেগ এলাকায় দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেকের বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করে সিইউজে। পরদিন থেকে পাঁচটি পত্রিকার প্রকাশনা একযোগে বন্ধ করে দেওয়া হয়। চারদিনের ঈদুল আজহার ছুটি বাদে ১২ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে আবারও পত্রিকার প্রকাশনা শুরু হয়েছে। এর আগে শুক্রবার পত্রিকাগুলোর সাংবাদিক-কর্মচারিরা কাজে যোগ দেন।
Leave a Reply