এম আর হক, নিজস্ব প্রতিবেদক
পর্যটন নগরীর কক্সবাজার সমুদ্রে সৈকতে নতুন আঙ্গিকে প্রকৃতির এক অপার সৌন্দর্য চোখে পড়েছে। মহামারি করোনায় পৃথিবী যখন স্থবির হয়ে পড়েছে, জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ প্রকৃতি তখন ফিরে গিয়েছিল তার আপন মহিমায়!
কখনো সাগরের পাড়ে দলবেঁধে তিমির বিচরণ, বিলুপ্ত প্রায় সাদা তিমির লাফালাফি; কখনোবা হরিণ শাবকের বিচরণ দেখা মিলেছে।
সাগর লতা, লাল কাকড়ার শৈল্পিক কারুকাজ, পাখিদের আনাগোনা চোখে পড়ার মতো। করোনা মহামারিতে প্রকৃতি আমাদের অনেক কিছুই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
লকডাউন শিথিল করায় জনজীবনে স্বস্তি ফিরে এসেছে, বেড়েছে মানুষের দৈনিক কর্মব্যস্ততা। প্রকৃতির সেধে বসা সেই অপরূপ সৌন্দর্য হয়তো আর দেখা মিলবে না!
সম্প্রতি সমুদ্র সৈকতে সর্নঅলংকার ভেসে আসার খবর সারা দেশে ছড়িয়ে পড়ে। কিন্তু এবার সর্নের বদলে ভেসে এসেছে হাজারো মদের বোতল!
কলাতলী সায়মন বীচ থেকে বেশ কিছু জায়গা জুড়ে সাগরের পানির সাথে ভেসে আসছে মদ,ফেন্সিডিলের হাজারো পরিত্যক্ত খালি বোতল, প্লাস্টিকের বোতল, ময়লা আবর্জনাসহ নানা প্রকার পরিত্যক্ত জিনিস।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্য মতে, গত শুক্রবার (১০ জুলাই)ও সাগর পাড়ে এসব পরিত্যক্ত খালি বোতল, ময়লা আবর্জনা ছিলো না। সচেতনমহল বলছেন, জনশূন্য সৈকত পাড়ে জনসমাগম না থাকলেও মাদকসেবীদের নিয়মিত আড্ডা ছিলো। মাদকাসক্তদের ফেলে দেওয়া পরিত্যক্ত খালি বোতল জোয়ারের পানিতে ভেসে গিয়ে তা সাগরের পাড়ে এসে জমেছে।
বীচ ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে এসব আবর্জনা অপসারণ করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
Leave a Reply