কক্সবাজার জেলা পেকুয়া থানা টইটং ইউনিয়নের ৪নং ওয়ার্ড এ পূর্ব টইটং বনকানন এশাতুল মাদ্রাসা বার্ষিক সভার অনুষ্ঠিত হওয়ার আগ মুহূর্তে, কিছু অস্ত্র দারি সন্ত্রাসীরা লম্বা কিরিচ, এবং অস্ত্রশস্ত্র নিয়ে সভার গেট কেটে ফেলে।
এবং ব্যবসায়িদের দোকান লুটপাট করে টাকা ও মালামাল নিয়ে যায়।
সন্ত্রাসীরা হলেন:
১ মোঃ জাগের হোছাইন পিতা: কবির আহমদ উনি হলেন বড় কেডার তার কাছে চার থেকে পাঁচটি অস্ত্র আছে,
২ মোঃ মুশাররফ পিতা: বদিউল আলম
৩ আনোয়ার হোসেন শুভ পিতা: ফরিদুল আলম
৪ মোঃ বট্টু পিতা: জমির মিয়া
৫ আক্তার হোছাইন পিতা: কবির আহমদ
তাঃ ০৪/১২/২০২০
রিপোর্টঃ রেজাউল করিম দৈনিক এটিএম নিউজ কক্সবাজার!
Leave a Reply