কক্সবাজার -চট্টগ্রাম মহা সড়কের আজিজি নগরে সড়ক দুর্ঘটনায় ১২জন আহত……………………….
দৈনিক এটিএম নিউজ
কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার উত্তর হারবাং এলাকায় এস আলম চেয়ারকোচ এর সাথে কাবারর্ভ্যান গাড়ী মুখামুখী সংঘর্ষে অন্ততপক্ষে ১০/১২ লোক আহত হয়েছেন। সকালে সাড়ে ১২ টায় আজিজ নগর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে ।
স্থানীয়রা তাদেরকে উদ্বার করে আজিজনগর জেনারেল হাসপাতালে প্রেরন করে । প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারকোচটি শহর হতে কক্সবাজারের চকরিয়া যাচ্ছিল ।
এই ঘটনায় এখনো নিহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি । পুলিশের তৎপরতা রয়েছে ।
Leave a Reply