এবার শাপলা মিডিয়ায় যুক্ত হলেন পুরনো দুই নায়িকা কেয়া ও শিমলা।।
ইমরুল শাহেদ :
এবার শাপলা মিডিয়ায় যুক্ত হলেন পুরনো দুই নায়িকা কেয়া ও শিমলা।এমনটাই জানালেন পরিচালক সায়মন তারিক। জেসমিন আক্তার নদী পরিচালিত ‘চৈত্র দুপুর’ ছবিতে কাজ করার কথা চূড়ান্ত হয়েছিল বিপাশা কবীরের সঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত বিপাশা কবীরের সঙ্গে বনিবনা হয়নি বিধায় তাকে বাদ দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন শিমলা। জানা গেছে, শিমলা অনেক আগেই মুম্বাই থেকে দেশে ফিরেছেন। মুম্বাইতে তিনি গোবিন্দের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটি ছবিতে কাজ করেছেন বলে বেশ কিছুদিন আগে গণমাধ্যমের খবরে জানা গেছে। ঢাকায় তিনি ম্যাডাম ফুলি, গঙ্গাযাত্রা, রুপগাওয়াল, নেকাব্বরের মহাপ্রয়াণ, নিষিদ্ধ প্রেমের গল্প ও নাইওর ছবিতে ছবিতে অভিনয় করেছেন। কথা ছিল তাকে নিয়ে ‘ম্যাডাম ফুলি টু’ নামে একটি ছবি নির্মিত হবে। কিন্তু সেটি আর হয়নি। মুম্বাই থেকে ফেরার পর এই প্রথম তাকে ঢাকার চলচ্চিত্রের ক্যামেরার সামনে পাওয়া যাচ্ছে। নায়িকা কেয়াও দেশ-বিদেশ করেছেন। মাঝেমধ্যে তিনি ঢাকা এলে বিজ্ঞাপনচিত্র নির্মাতা কাজী ইলিয়াস কল্লোলের কাজ করতেন। কিন্তু চলচ্চিত্রে ফিরে এসে তিনি মনতাজুর রহমান আকবর ও রাকিবুল ইসলাম রাকিবের ছবিতে কাজ করেছেন। এখন করছেন শাপলা মিয়িার ‘বনলতা’ ছবিতে। এ ছবিটি পরিচালনা করছেন আলী আজাদ। ছবিটির পান্ডুলিপি নিতে শুক্রবার এফডিসি এসেছিলেন কেয়া। সেখানেই তার সঙ্গে কথা হলো। তিনি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলেন। বললেন, ‘আম্মা খুব অসুস্থ। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তাকে নিয়মিতই ডায়ালিসিস করাতে হয়। কিডনি তালাশ করছি। ব্যাটে বলে মিলছে না।’ এজন্য তিনি দ্রুত বাসায় ফিরে যাচ্ছেন। যেতে যেতে বললেন, ‘ফোনে কথা হবে।’ মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ ছবি দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন কেয়া। এর পর তিনি ‘ইয়েস ম্যাডাম’ পর্যন্ত ১৩টি ছবিতে অভিনয় করেছেন।
Leave a Reply