ঈদে নতুন পোশাক না পেয়ে শিশুর আত্মহত্যা
কুষ্টিয়া জেলা প্রতিনিধি আরাফাত হোসন
ঈদে নতুন পোশাক কিনে না দেওয়ায় ‘আত্মহত্যা’ করেছে রেহেনা নামে (১০) বছর বয়সী এক শিশু। গত ২৩ এপ্রিল শুক্রবার রাতে কুমারখালী উপজেলা চাঁপড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত শিশু রেহেনা ওই এলাকার দিনমজুর রাশিদুল শেখের মেয়ে ও চাঁপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপড়া এলাকার রাশিদুলের মেয়ে রেহেনা। রাশিদুল পেশায় একজন দিনমজুর। অন্যের ক্ষেতে কাজ করে তার সংসার চলে।
রেহেনা তার মায়ের কাছে সামনে ঈদ আসছে এই কারণে ঈদের জন্য নতুন পোশাক কিনে দেওয়ার বায়না করেন। পরে পরিবার থেকে পোশাক দিতে অস্বীকৃতি জানালে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে
কুমারখালী থানার (ওসি) মজিবর রহমান জানান,ওই শিশুর মরাদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply