রহিম মিয়া,সৌদিআরব বিশেষ প্রতিনিধি।
সৌদি বাহরাইন ব্রিজ বা কিং ফাহাদ কজওয়ে পুনরায় খুলবে ঈদুল আজহার পর ! ২৫ কিলোমিটার দীর্ঘ এই কজওয়ে সংযুক্ত করেছে বাহরাইন ও সৌদি আরবকে। সৌদি প্রেস এজেন্সি নিশ্চিত করেছে যে ঈদুল আজহার পরপরই এই কজওয়ে পুনরায় খুলে দেওয়া হবে।
করোনাভাইরাস সংক্রমন প্রতিহত করতে গত ৭ মার্চ বাহরাইন ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছিল।
কিং ফাহাদ কজওয়ে কর্তৃপক্ষ সম্প্রতি এর সৌদি আরব অংশে নতুন একটি গেট নির্মাণ সম্পন্ন করেছে। এই গেটে একটি অটোমেটেড পেমেন্ট সিস্টেম বসানো হয়েছে। এতে করে যে কোন গাড়ী কোন রকম স্পর্শ ছাড়া এই রাস্তার টোল প্রদান করে এর মধ্যে দিয়ে যাতায়াত করতে পারবে।
দাম্মাম ভিত্তিক আরবি দৈনিক আল ইয়ামের একটি প্রতিবেদন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
অবশ্য আল ইয়ামের ঐ প্রতিবেদনে ঠিক কোন তারিখে এই কজওয়ে খুলে যাচ্ছে তাঁর কোন উল্লেখ নেই।
তবে গত সপ্তায় ইংরেজি সৌদি দৈনিক আল অ্যারাবিয়ার একটি প্রতিবেদনে বাহরাইনের স্বাস্থ্যমন্ত্রণালয়ের যুগ্ম সচিবের উদ্ধৃতি দিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়।
সেখানে যুগ্মসচিব বলেন কিং ফাহাদ কজওয়ের দুই পাশের কর্তৃপক্ষই অবশেষে এটি খুলে দেওয়ার জন্য একমত হয়েছে।
তবে এক্ষেত্রে সকল স্বাস্থ্যবিধি মেনে চলা হবে। কোভিড-১৯ মহামারী থেকে সুরক্ষা বজায় রাখার জন্য যা যা করার দরকার তাঁর সবই করা হবে দুই দেশের কর্তৃপক্ষের পক্ষ থেকেই।
গত বুধবার দৈনিক আল মানিয়া তাঁর আরেকটি উদ্ধৃতি প্রকাশ করে।
সেখানে তিনি বলেছেন কোভিড-১৯ প্রতিরোধে কিং ফাহাদ কজওয়েতে সর্বোচ্চ সুরক্ষা ব্যাবস্থাই নেওয়া হবে।
Leave a Reply