আবুল মনসুর মোঃ মহসিন এটিএমনিউজ টিভির স্টাফ রিপোর্টার মনোনীত।
চকরিয়া,ফাঁশিয়াখালী গ্রামের কৃতি সন্তান,চকরিয়া প্রেসক্লাব সদস্য,বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যান সোসাইটি চকরিয়া উপজেলা সভাপতি জনাব,আবুল মনসুর মোঃ মহসিনকে এটিএমনিউজ টিভি চকরিয়ার স্টাফ রিপোর্টার মনোনীত হওয়ায়,এটিএমনিউজ টিভির সন্মানিত পরিচালকবৃন্দ সাংবাদিক মনসুর মহসিনকে আইডিকার্ড,বোম,কলম,স্টিকারসহ ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।এটিএমনিউজ টিভির সন্মানিত চেয়ারম্যান,ডিএমডি ও সিইও সাংবাদিক মনসুর মহসিনের কর্মজীবনের সফলতা কামনা করে বক্তব্য দেন।সাংবাদিক মনসুর মোঃ মহসিন তার অনুভুতি ব্যক্ত করেন। এবং এটিএমনিউজ টিভির সহযোদ্ধা হিসাবে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।
পরিচালক রঞ্জন রায় চৌধুরীর পরিচালনায় অনুস্টিত।পরিচালক এমএ হাসেমও উপস্থিত ছিলেন।
Leave a Reply