দৈনিক এটিএম নিউজ!
আজ অধ্যাপক ড. সলিমুল্লাহ খানের শুভ জন্মদিন। ৬২ বছরে পা দিয়েছেন এই প্রথিতযশা লেখক ও অধ্যাপক। ১৯৫৮ সালের ১৮ আগস্ট মহেশখালিতে জন্মগ্রহণ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করলেও তিনি একাধারে একজন প্রথিতযশা লেখক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, প্রাবন্ধিক, সমালোচক ও বুদ্ধিজীবী। দেশের ‘অন্যতম সর্বজন শ্রদ্ধেয় ও ‘প্রখ্যাত’ বুদ্ধিজীবী বলে বিবেচিত সলিমুল্লাহ খান জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি ও সংস্কৃতি বিশ্লেষণ করেন। দেশের তরুণ লেখক ও চিন্তকদের মধ্যেও সলিমুল্লাহ খানের অনুসারী রয়েছে। কার্ল মার্ক্স, জাক লাকাঁ ও আহমদ ছফার চিন্তার প্রভাব দেখা যায় তার রচনায়। তিনি প্লাতোন, জেমস রেনেল, ফ্রানৎস ফানোঁ, শার্ল বোদলেয়ার, ডরোথি জুল প্রমুখের লেখা বাংলায় তর্জমা করেছেন। ষাট বছরের যাপিত জীবনে অনেককিছুই দেখেছেন। মোকাবিলা করেছেন অনেক প্রতিকূলতাও।
আজ জন্মদিনে দ্বীপ মহেশখালির সবচেয়ে মূল্যবান কৃতকর্মা শিক্ষককে জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা।
Leave a Reply