আজকে এটিএম নিউজ টিভি এবং দৈনিক এটিএম নিউজের কার্যালয় আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব লায়ন আমিরুল গনি খোকন মহোদয় এবং পরিচালক বৃন্দ মেহমানদের ফুল দিয়ে বরণ করে নেন।
মেহমানবৃন্দ যথাক্রমেঃ-
❤️ মহব্বত জান চৌধুরী,
সাবেক উপজেলা চেয়ারম্যান,
বোরহানউদ্দিন ভোলা।
❤️ মোহাম্মদ ইউনুস খান,
সহকারি ব্যবস্থাপক
বাংলাদেশ বিমান।
❤️ আলহাজ্ব মোহাম্মদ কাঞ্চন,
শিপ ইয়ার্ড ব্যবসায়ী ও সমাজসেবক
মাঝির ঘাট চট্টগ্রাম।
❤️ মোঃ ফিরোজ আহমেদ
ভোলাজেলা প্রতিনিধি,
এটিএম নিউজ টিভি।
মেহমানবৃন্ধ অফিস পরিদর্শন শেষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
Leave a Reply