রহিম মিয়া, সৌদিআরব বিশেষ প্রতিনিধি
আগামীকাল ২১ জুন, রবিবার থেকে সকল প্রকার কারফিউ তুলে নেয়া হচ্ছে সৌদি আরবে! এরফলে সকল প্রকার লকডাউন এর বিধিনিষেধ উঠিয়ে নেয়া হবে, ফলে পূর্বের মতোই স্বাভাবিক হবে জীবনযাত্রা!
অবশেষে কয়েকমাস চলার পড়ে সৌদি আরবে আগামীকাল থেকে সকল প্রকার কারফিউ তুলে নেয়া হচ্ছে। ইতিপূর্বে বিগত রমজান মাসে বেশকিছু নিয়ম কানুন ও নিষেধাজ্ঞা বহাল করে নির্দিষ্ট সময়ের জন্য দোকানপাট ও শপিং মল খুলে দেয়া হয়েছিলো, কিন্তু রমজান শেষ হবার পূর্বেই পুনরায় কারফিউ জারি করা হয়। অবশেষে দীর্ঘ কয়েক মাস পড়ে আগামীকাল রবিবার, ২১ জুন থেকে সৌদি আরবে সম্পূর্ণরূপে কারফিউ তুলে দেয়া হচ্ছে।
সৌদিতে কার্ফিউ উঠিয়ে নেওয়া হলেও চালু হচ্ছে না আন্তর্জাতিক ফ্লাইট !
কারফিউ তুলে নেয়া হলেও পরবর্তী ঘোষণা পর্যন্ত ওমরাহ হজ বন্ধ থাকবে। সৌদি আরবে ইতিমধ্যে ডোমেস্টিক ফ্লাইট চালু হলেও বাইরের কোন দেশের সাথে আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে না। সকল প্রকার আন্তর্জাতিক ফ্লাইট পরবর্তী ঘোষণা আসা পর্যন্ত বন্ধ থাকবে।
এছাড়াও সৌদি আরবের সাথে পার্শ্ববর্তী দেশগুলোর স্থলপথ এবং সমুদ্রপথ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে।
সৌদি আরবে দিনে দিনে বাড়ছেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা, এর মাঝেই চলমান কারফিউ তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারফিউ তুলে নেয়ার ফলে আগের মতোই সচল হয়ে উঠবে জনজীবন।
Leave a Reply